‘ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-28 18:18:34

ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা সব সময়ই বলি, ভালো চাই, আরও ভালো চাই। আমাদের পাওয়ার আকাঙ্ক্ষার শেষ নেই। মহান আল্লাহতায়ালা আমাদের সুযোগ করে দিয়েছেন, গণ-অভ্যুত্থানের বিজয় ধরে রাখার। কিন্তু চাই চাই করে গেলে সব হারাব আমরা, আর আক্ষেপ করবো। বিজয় ধরে রাখতে তাই সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

প্রশাসনিক কর্মকর্তারা নানা দাবি দাওয়া নিয়ে সারা দেশে 'হুলুস্থুল' পরিস্থিতি তৈরি করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন অভিযোগের সময় না। এখন সময় সহযোগিতা করার। কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন একা সব করে ফেলতে পারবে না। পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।

বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে জনতার বিজয় রাজনৈতিক বাস্তবতায় বেহাত হয়ে গেলেও চব্বিশে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ হতে দেওয়া যাবে না, বলেন তিনি।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, আমি জীবনভর অনেক আন্দোলন, সংগ্রামে অংশ নিয়েছি। বিজয়ী হয়েও বারবার হেরে গেছি। অনেক বিজয় এসেছিলো, ধরে রাখতে পারিনি।এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহিদ হয়েছেন; নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, গুম হয়েছেন; কিংবা যারা চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের আত্মত্যাগ ধরে রাখতে পারব তো?

তিনি বলেন, দেশের নানামুখী সংস্কার প্রক্রিয়ার মধ্যে এখন অনেক দাবিতে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গন মুখর রয়েছে। এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিলো, তাতে ফাটল দেখা দিয়েছে বলে এই সভায় মন্তব্য করেন অনেকে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান বলেন, আমাদের মধ্যে দ্বিমত রয়েছে নানা বিষয়ে। এটি গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্যই দরকার।

দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, গণফোরামের কো চেয়ারম্যান সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ রাশেদ আল তিতুমীর, নিউ এইজ সম্পাদক নূরুল কবির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য সারোয়ার তুষার, গবেষণা সেলের সদস্য হাবিবুর রহমান হাবীব, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা গাজী আতাউর রহমান, গীতিকবি শহীদুল্লাহ্ ফরাজী প্রমুখ।

Related News