মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

, রাজনীতি

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-12-28 21:20:26

মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোন অভিলাষ আমার নেই। জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য। সুদীর্ঘ কর্মজীবন শেষ করেছি। এখন জীবনের বাকি সময়টুকু মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই। তিনি সাতকানিয়া উপজেলাবাসীর কল্যাণে সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান, আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ, আন-নাদিল ইমদাদী আল-ইসলামীর প্রতিনিধি মতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও  অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ৫টি সংগঠনের সহায়তায় ১ হাজার ৬০০ জন শীতার্ত গরীব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা।

এর আগে ধর্ম উপদেষ্টা একই উপজেলার মাদরাসা-ই-আবু হুরাইরা(রা.) মাঠে  মাদার্শা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১ হাজার ৩০০ জন গরীব-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। সেখানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ মাদার্শা যুব উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News