৭ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা | 2025-01-08 18:54:51

দীর্ঘ ৭ বছর পর উন্নত চিকিৎসা জন্য লন্ডন যাওয়ার সুবাদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের। 

বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান।

বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮মিনিটে খালেদা জিয়াকে বহর করার বিশেষ বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। 

খালেদা জিয়ার সাথে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, ছবি: সংগৃহীত

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এজন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে হিথ্রো বিমানবন্দরে গিয়েছে

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান ও তার স্ত্রী, ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

Related News