বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তথ্য, প্রমাণ এবং আদালতে দেওয়া তার জবানবন্দীর সংকলনে 'রাজবন্দীর জবানবন্দী' বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এই বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় জানানো হয়, বইটি ২০১৮ সালে প্রকাশিত হয় এবং এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তথ্য, প্রমাণ এবং আদালতে তার দেওয়া জবানবন্দী সংকলিত হয়েছে। বইটির সম্পাদক ছিলেন মরহুম অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, যার তত্ত্বাবধানে এটি একটি ঐতিহাসিক প্রামাণ্য নথিতে পরিণত হয়।
২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার রায়ে যে সকল তথ্য-উপাত্ত এবং জবানবন্দী আদালতে উপস্থাপিত হয়েছিল, তার ওপর ভিত্তি করে ডকুমেন্টারিটি তৈরি করা হয়। এর মূল লক্ষ্য ছিল জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য প্রকাশ করা বলেও জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কৃষকদল নেত্রী মাহমুদা হাবিবা, কামরুজ্জামান প্রমুখ।