বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং দেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন বলেন, আমরা এ বছরের মাঝামাঝিতে নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণের প্রত্যাশা পূরণ করতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যতটুকু যৌক্তিক সময় দরকার, আমরা তা দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের পক্ষে কাজ করে এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তবে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সরকার গঠন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করছে এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।