মুমিনুলের ফিফটি, তিন অঙ্কে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-31 11:42:30

৪৮ রানে ৮ উইকেট খুইয়ে বাংলাদেশ রীতিমতো কাঁপছিল। ফলো অন তো বটেই, দুই অঙ্কে গুটিয়ে যাওয়ার শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ শিবিরে। শেষের শঙ্কাটা কাটাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তার প্রধান কুশীলব মুমিনুল হক, তার ফিফটিতে ভর করে বাংলাদেশ পৌঁছেছে তিন অঙ্কে। 

আগের দিনই ৪ উইকেট ‘নেই’ হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর আজ শুরুর এক ঘণ্টায় বাংলাদেশ খুইয়ে বসল ৪ উইকেট। 

আজ দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত ফেরেন কাগিসো রাবাদার বলে। ফেরার আগে ১৭ বলে তিনি করেন ৯ রান। 

এরপর মুশফিকুর রহিম ফেরেন রানের খাতা খোলার আগেই। তিনি শিকার বনেন প্যাটারসনের, ক্যাচ দেন টনি ডি জর্জির হারে। 

মেহেদি হাসান মিরাজ অবশ্য খাতা খুলেছিলেন। তবে বেশি এগোতে পারেননি, ১ রানে বিদায় নিয়েছেন রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। 

তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে এরপরই লড়াই শুরু করেন মুমিনুল হক। এই মাঠে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তিনি। সেটাই আজ বিরুদ্ধ পরিস্থিতিতে আবারও দেখালেন তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি। 

ওপাশে তাইজুলও দারুণভাবে সঙ্গ দিয়েছেন তাকে। দুজন মিলে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নবম উইকেটে যোগ করেছেন ৬৫ রান। আর তাতেই বাংলাদেশ তিন অঙ্ক ছুঁয়ে ফেলে। 

Related News