সাকিব আফগানিস্তান সিরিজেও খেলতে পারবেন না

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসান আছেন? নাকি নেই? এমন প্রশ্ন গত কিছু দিন ধরেই ঘুরছিল ক্রিকেট পাড়ায়। গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সাকিব ‘অ্যাভেইলেবল’ আছেন। তবে আজ তিনি জানালেন, অনুশীলনের অভাবের কারণে এই সিরিজে খেলবেন না তিনি। 

আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানদের বিপক্ষে এই সিরিজ। সে সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। আজ ফারুক আহমেদ চট্টগ্রামে সাংবাদিকদের জানান, ‘সাকিব যখন চেষ্টা করছিল, আসতে পারছিল না, টেস্ট ম্যাচটা খেলতে পারল না। আমি কথা বলেছি তার সঙ্গে। ও অনুশীলনের মধ্যেও নাই। তার আসলে সময় দরকার। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তার পরের সিরিজে খেলার অবস্থা মনে হচ্ছে নেই।’

বিজ্ঞাপন

‘এটা পুরোপুরি তার মানসিক অবস্থার কারণে। সেই সঙ্গে একটা টি-টেন টুর্নামেন্ট আছে,  খেলার অনাপত্তিপত্র এখনো  যদিও আমরা দেইনি। এরপরে আমাদের খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের তিনটা ওয়ানডে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে।  আমার মনে হয় এই ট্যুরটা সে মিস করবে।’

ফারুক জানিয়েছেন, সাকিব নিজেই এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। আফগানিস্তান সিরিজে না থাকলেও সাকিব থাকতে পারেন আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। তবে এখানেও একটা যদি কিন্তুর জায়গা রেখে দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, ‘ফিট থাকলে’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন সাকিব। 

শারজায় ৬ নভেম্বর এই সিরিজ শুরু হবে। এরপর ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এই সিরিজ খেলতে আগামী ৩ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজের দল কিছু দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানা গেছে।