গুরুতর হবে না এ চোট, আশা নেইমারের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-05 17:27:29

নেইমার দীর্ঘ ১ বছরের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তার দুই সপ্তাহও হয়নি। এরই মধ্যে আবারও চোট পেয়ে বসেছেন ব্রাজিল তারকা। যার ফলে তাকে নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে আবারও।

তবে সেলেসাও তারকা এই চোট পাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিরবতা ভেঙেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি নিজের ছবিসমেত স্টোরি দিয়েছেন। যার ক্যাপশনে জানিয়েছেন চোটের অবস্থা।

নেইমার আশা করছেন, তার চোটটা অত গুরুতর হবে না। নিজের ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘একটা ক্র্যাম্পের মতো লেগেছে আমার, তবে সেটা গুরুতর ছিল। কিছু পরীক্ষানিরীক্ষা করতে হবে আমাকে, আশা করছি বড় কিছু হবে না।’

দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর এমন ক্র্যাম্প অস্বাভাবিক নয়, জানালেন নেইমার। তিনি বলেন, ‘১ বছর পর ফেরায় এমন কিছু স্বাভাবিক বিষয়ই, ডাক্তাররা আমাকে আগেই জানিয়েছিলেন। এ কারণে আমাকে সতর্ক থাকতে হবে, আরও বেশি মিনিট খেলতে হবে।’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গত রাতে ইস্তিগলালের মুখোমুখি হয়েছিল আল হিলাল। সে ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। মাঠে নেমে বেশ কয়েকবার নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

গোলের সুযোগও পেয়েছিলেন। তবে সে পাসটা আয়ত্বে নিতে গিয়েই বাঁধল যত বিপত্তি। ডান পায়ের পেশিতে টান লাগে তার। একটু পরেই তাকে মাঠ ছেড়ে যেতে হয়।

Related News