যেখানে কোহলি-বাবরদেরও চেয়ে অনন্য গুরবাজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-12 17:34:00

সময় এখন রহমানউল্লাহ গুরবাজের। বিশেষ করে এই বছরটা মনের মতো কাটছে আফগানিস্তানের এই ব্যাটারের। মার্চে আয়ারল্যান্ড সিরিজে বিস্ময়কর ব্যাটিংয়ে পা রেখেছিলেন অনন্য উচ্চতায়। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে করেন সেঞ্চুরি। তারপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার ব্যাটে তিন অঙ্কের ম্যাজিক্যাল স্কোর।

বাংলাদেশের বিপক্ষে তার ব্যাট হাসল। তুলে নিলেন শতরান। আরও একবার দেখালেন যোগ্যতার পরিধি।

সোমবার তার ব্যাটেই সিরিজ জিতল আফগানিস্তান। একইসঙ্গে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন গুরবাজ। সর্বশেষ ৩টি ওয়ানডে সিরিজে আফগান ৩টি শতক হাঁকালেন এই ওপেনার। বাংলাদেশের বিপক্ষে পেলেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তার পথ ধরেই অনন্য এক উচ্চতায় পা রাখলেন তিনি। একটা জায়গায় শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বাবর আজমদের মতো কিংবদন্তিকেও ছাড়িয়ে গেলেন!

২২ বছর ৩৪৯ দিনে এসে নিজের ৮ম ওয়ানডে সেঞ্চুরি পেলেন গুরবাজ। এরচেয়ে কম বয়সে ওয়ানডেতে ৮টি শতক হাঁকাতে পেরেছেন একজনই। তিনি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ভারতীয় মহাতারকা শচীনের আটটি ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে। কোহলি ও বাবর দুজনেরই ২৩ বছরের চেয়ে বেশি বয়সে ৮ সেঞ্চুরির মাইলফলকে পা রাখেন।

আবার ম্যাচের হিসাবে গুরবাজ আছেন দ্রততম তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার লিজেন্ড হাশিম আমলা ৪৩ ম্যাচে ৮টি সেঞ্চুরি তুলে নেন। বাবর ৪৪ ম্যাচে। আর গুরবাজের লাগল ৪৬টি ম্যাচ।

Related News