জনভোগান্তির কথা ভেবে ছাদখোলা বাস আর চান না সাবিনা
সাফ জয়ের পর ছাদখোলা বাসে করে বাফুফেতে ফেরা, সবশেষ দুই সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর দেখা গেছে একই দৃশ্য। সে দুইবারই দলের জয়ের প্রধান কুশীলব ছিলেন সাবিনা খাতুন। তবে এই ছাদখোলা বাসে উঠে বাফুফে ভবন পর্যন্ত যাত্রাটা আর চান না তিনি। আজ বিসিবি প্রকাশিত একটি ভিডিওতে তা জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন সাবিনা ও ঋতুপর্ণা চাকমা। সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে এক পডকাস্ট সেশনেও বসেছিলেন তিনি, যার সঞ্চালক ছিলেন নিগার।
সে পডকাস্টটি শিগগিরই প্রকাশ করবে বিসিবি। তবে তার আগে ট্রেইলার প্রকাশ করা হচ্ছে এখন। সেখানেই প্রকাশ পেল সাবিনার এই চাওয়া।
জ্যোতি জানতে চেয়েছিলেন ছাদখোলা বাসে চড়ার অনুভূতি হিসেবে। তার জবাবেই সাবিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর ছাদখোলা বাস চাই না। তার কারণ জনমানুষের ভোগান্তি।’
২০২২ আর ২০২৪ সালের ছাদখোলা বাস ভ্রমণের মধ্যে প্রথমটাকেই এগিয়ে রাখছেন তিনি। প্রথম বারের মতো কোনো বিষয়ে আনন্দ, তৃপ্তিটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সাবিনার কথায় অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের আরও এক বাস্তবিক প্রয়োগই যেন দেখা গেল।
এরপর নিগার তাকে জিজ্ঞেস করেন তাহলে পরের বার সাফ জিতলে কীভাবে বাফুফে ভবনে ফিরতে চান সাবিনা, তার জবাবে বাংলাদেশ ফুটবলের অধিনায়ক বলেন, ‘দেশেও তো জিততে পারি! সেটা হলে আরও ভালো হয়!’