আগামী বছরের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। গতকাল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
একই সভায় ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হিসেবে ভারতকে চূড়ান্ত করা হয়েছে। এ আসরটি আগামী ৫ থেকে ১৫ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। গতবারের ফাইনালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয় নাটকীয়তার শেষে। অনূর্ধ্ব-২০ সাফ ফরম্যাটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪ বার শিরোপা জিতেছে বাংলাদেশ।
বয়সভিত্তিক সাফের আয়োজন বাংলাদেশে অহরহই হয়। কিন্তু সিনিয়র সাফের আয়োজক স্বত্ব সচরাচর পায় না বাংলাদেশ। তবে এবার তোড়জোড় শুরু হয়েছে নারীদের সিনিয়র সাফ বাংলাদেশে আয়োজনের।
দিনকয়েক আগে এক পডকাস্টে সাবিনা খাতুন জানিয়েছিলেন দেশে সাফ খেলার স্বপ্নের কথা। বিসিবির পডকাস্টে ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমান বন্দর থেকে আসতে হবে কেন, দেশেও তো খেলতে পারি সাফ!’
সাবিনার এমন অভিপ্রায় বাফুফেরও আছে। ২০২৬ সালের নারী সাফ আয়োজনের পরিকল্পনাও শুরু হয়ে গেছে ইতোমধ্যেই।