ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড হচ্ছে ইডেন গার্ডেন্সে
ভারতীয় নারী ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। তার সম্মানে এবার ইডেন গার্ডেন্সে একটা স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে।
ইডেন গার্ডেন্সের বি ব্লকের গ্যালারির নাম হবে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। ২০২৫ সালের ২২ জানুয়ারিতে ভারতীয় নারী দলের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এর অভিষেক হবে।
এর আগে ইডেনে স্ট্যান্ড ছিল সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, সাবেক ক্রিকেটার পঙ্কজ রায়, সাবেক বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের নামে। প্রথম বারের মতো কোনো নারীর নামে কোনো স্ট্যান্ডের নাম হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে।
২০ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে দুই বছর আগে তিনি অবসর নিয়েছেন। নারী ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে তিনি অবসর নেন। এখনও নারী ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা তার দখলেই আছে।
১২ টেস্ট, ২০৪ ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলে তিন ফরম্যাটে তিনি উইকেট শিকার করেছেন ৩৫৫টি। অবসরের পর থেকে তিনি কাজ করেছেন বাংলা সিনিয়র নারী দলের মেন্টর হিসেবে। উইমেন্স প্রিমিয়ার লিগেও তিনি কাজ করেছেন।