১৬১ করে যেসব রেকর্ড গড়লেন জয়সওয়াল

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-24 13:40:28

যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ভারতকে এনে দিয়ে গেছেন চালকের আসনে। তাতে একগাদা রেকর্ডও তিনি গড়ে ফেলেছেন। 

সেসব রেকর্ড এক নজরে দেখে নেওয়া যাক–
৫– অস্ট্রেলিয়ার মাটিতে ১৫০+ রানের ইনিংস খেলা পঞ্চম ভারতীয় ওপেনার বনে গেলেন তিনি। এই তালিকায় আছেন রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষ্মণ।

২– ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে জয়সওয়াল তার প্রথম ৪টি সেঞ্চুরিকে রূপ দিলেন ১৫০+ এ। এর আগে এই রেকর্ড ছিল স্রেফ গ্রায়েম স্মিথের।

৪– সেঞ্চুরিটি করার সময়ে জয়সওয়ালের বয়স ছিল ২২ বছর ৩৩০ দিন। তাতে তিনি ডাউন আন্ডারে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের তালিকায় জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। ১৮ বছর ২৫৩ দিন বয়সে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার।

১– জয়সওয়াল গতকালই একটা রেকর্ড ভেঙে দিয়েছিলেন। টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ব্রেন্ডন ম্যাককালামের। সে রেকর্ডটা তিনি নিজের করে নিয়েছেন।

১– ভারতের হয়ে এক পঞ্জিকাবর্ষে কোনো বাঁহাতি ব্যাটারের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে রেকর্ডটা ছিল গৌতম গম্ভীরের, যিনি এখন ভারতীয় দলের কোচ।

Related News