আইপিএল মেগা অকশন গতকাল সোমবার জেদ্দার আবাদি আল জোহর অ্যারেনায় সমাপ্ত হয়েছে। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে ১৮২ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন, যার মধ্যে ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করেছে ১০টি ফ্রাঞ্চাইজি।
এর মধ্যে ৬২ জন বিদেশি খেলোয়াড়ও অন্তর্ভুক্ত ছিলেন। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, এবং ভেঙ্কটেশ আইয়ারদের নিয়ে কাড়াকাড়িই পড়ে গেছে রীতিমতো। এছাড়াও এই নিলামের ছিলেন সবচেয়ে বড় দর পাওয়া খেলোয়াড়রা। তবে আরো কিছু চমক ছিল।
এবারের মেগা অকশনের শীর্ষ ১০ সাইনিং ছিল:
১. ঋষভ পান্ত (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) - ২৭ কোটি রুপি
২. শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব কিংস) - ২৬.৭৫ কোটি রুপি
৩. ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স) - ২৩.৭৫ কোটি রুপি
৪. আরশদীপ সিং (পাঞ্জাব কিংস) - ১৮ কোটি রুপি
৫. যুজবেন্দ্র চাহাল (পাঞ্জাব কিংস) - ১৮ কোটি রুপি
৬. জস বাটলার (গুজরাট টাইটান্স) - ১৫.৭৫ কোটি রুপি
৭. লোকেশ রাহুল (দিল্লি ক্যাপিটালস) - ১৪ কোটি রুপি
৮. ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ানস) - ১২.৫০ কোটি রুপি
৯. জশ হেইজেলউড (রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) - ১২.৫০ কোটি রুপি
১০. জফরা আর্চার (রাজস্থান রয়্যালস) - ১২.৫০ কোটি রুপি