বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেয়েরা
ভালো শুরুর পরও বাংলাদেশ আইসিসি নারী সুপার লিগে পথ হারিয়ে ফেলেছে রীতিমতো। বিশ্বকাপের রাস্তাটা তাই বেশ কঠিনই ঠেকছে দলের সামনে। সেখানে সরাসরি খেলতে হলে মেলাতে হবে নানা সমীকরণ।
নারী সুপার লিগ থেকে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে জিততে হবে টানা ৬ ম্যাচে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর জানুয়ারিতে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর। সব ম্যাচেই জিততে হবে এই দুই সিরিজে।
তবে বিশ্বকাপ নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’
এই সিরিজ শেষে জানুয়ারিতে বাংলাদেশ যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে। তবে এই সিরিজে ভালো করলে সে সফরেও মোমেন্টাম পাওয়া যাবে, বিশ্বাস নিগারের। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’