মিডিয়া হাউজে হামলার ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান সিপিজের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে এ আহ্বান জানায় সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠনটি।

বিজ্ঞাপন

সিপিজের (এশিয়া) এক্স হ্যান্ডলে পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মীদের বিরুদ্ধে সহিংসতার হুমকির ঘটনা দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছে সিপিজে। পাশাপাশি (গতকাল) সোমবার রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের দ্রুত তদন্তের আহ্বান জানানো হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠনটি আরও বলেছে, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকারকে যেমন সুরক্ষিত রাখতে হবে, তেমনি সাংবাদিকেরা অবশ্যই তাঁদের কাজের জন্য সহিংসতা ও ভীতি প্রদর্শনের মুখোমুখি হবেন না, সেটা নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

সিপিজের পোস্টের সঙ্গে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) নামে একটি সংগঠনের বিবৃতি জুড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের এ সংগঠন ওই বিবৃতিতে প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিজেআইএম বিশেষভাবে উদ্বিগ্ন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।