এমন ম্যাচ হেরে হতাশ অধিনায়ক সোহান

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-28 14:03:04

বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের অভিষেকটা রঙিন হতে পারতো রংপুর রাইডার্সের। কিন্তু একটুর জন্য হলো না! গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে এসে জেতা ম্যাচটা হেরে গেল নুরুল হাসান সোহানের দল।

৬ উইকেট হাতে নিয়ে জিততে ১৯ বলে দরকার ছিল ১৩ রান। কিন্তু সেই সহজ লক্ষ্যটাও পূরণ করা হলো না বিপিএলের দল রংপুরের। এরপর খেলা টাই হলে সুপার ওভারেও হতাশ করে দলটি। বৃহস্পতিবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে তুলে ফেলে হ্যাম্পশায়ার।

অবিশ্বাস্য এমন হারের হতাশা ছুঁয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানকে। শেষ ৩ ওভারে যেখানে জয়ের জন্য ১৩ রান চাই, হাতে ৫ উইকেট। এমন একটা সহজ সমীকরণ মেলাতে না পেরে ম্যাচ শেষে সোহান বলছিলেন, ‘দেখুন এটি আমাদের জন্য খুবই হতাশাজনক। গ্লোবাল সুপার লিগ ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল আমাদের। এটি ছিল প্রথম ম্যাচ। কিন্তু সুযোগটা হাতছাড়া করলাম আমরা।’

ইংলিশ দলের বিপক্ষে জয়ের এমন সহজটাও কেন কাজে লাগাতে পারল না বাংলাদেশ? কেন এভাবে হেরে গেল?

এমন প্রশ্নের উত্তরে নুরুল হাসান সোহান বলেন, ‘ও (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দ দিয়েছিল। প্রথম দশ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দুটির কারণে ম্যাচ হারতে হয়েছে আমাদের।’

ওয়েস্ট ইন্ডিজের যে মাঠে খেলা হয়েছে সেই গায়ানার উইকেটের আচরণ নিয়েও হতাশ রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। বলছিলেন, ‘আসলে উইকেটটা একটু অন্যরকম ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। ব্যাটে খুব ভালোভাবে আসছিল।’

ম্যাচে হ্যাম্পশায়ার প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০ ওভারে ১৩২ রান। জবাব দিতে নেমে রংপুরও এই রানে থামে। এরপর সুপার ওভারে ম্যাচটা হেরে যায় বিপিএলের দলটি।

Related News