চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিশ্চিত হবে শুক্রবার
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিরাট এক ফ্যাসাদেই পড়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, স্বাগতিকরাও ফরম্যাটের বিষয়ে নাছোড়বান্দা।
যার ফলে আইসিসি পড়ে গেছে বিপাকে। এই ইস্যুতে আগামীকাল শুক্রবার একটি বৈঠক বসবে আইসিসি। ভারতের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণার পর টুর্নামেন্টটি অনিশ্চয়তায় পড়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি তাদের জানিয়েছে যে ভারত আট দলের এই টুর্নামেন্টে পাকিস্তানে খেলতে রাজি নয়। পিসিবি ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত নির্ধারিত সূচি সম্পূর্ণ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।
ভারতের ক্রিকেট বোর্ড এখনও টুর্নামেন্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে গত এক দশকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারত ও পাকিস্তান কেবল আইসিসির বহুজাতিক ইভেন্টে মুখোমুখি হয়।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন বন্ধ ছিল, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর থেকে। ২০২০ সালে পাকিস্তানে পূর্ণমাত্রায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও, গত বছরের এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়।
পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রত্যাখ্যান করেছে। তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সফল সফরের উদাহরণ তুলে ধরে আস্থা প্রকাশ করেছে।
১৯৯৬ সালের বিশ্বকাপ সহ-আয়োজক হওয়ার পর এই প্রথম আইসিসির কোনো বড় টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভারতের অংশগ্রহণের অনিশ্চয়তার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।