নেট দুনিয়ায় ভাইরাল কোহলি-অজি প্রধানমন্ত্রীর আলাপচারিতা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-28 22:04:48

পার্থে জয়ের সুখস্মৃতি নিয়ে এবার ক্যানবেরায় পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। শহরে এসে আজ বৃহস্পতিবার ভারতের ক্রিকেটাররা দেখা করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজের সঙ্গে। এরপর পার্লামেন্ট হাউসে বিরাট কোহলির সঙ্গে খুনসুটিতেও মেতে উঠলেন অজি প্রধানমন্ত্রী।

আগামী শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচের আগে দলটির খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হলো অ্যালবানিজের।

পার্থে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ১৬ মাস পর দেখা পেলেন তিন অঙ্কের। টেস্ট ক্যারিয়ারে ৩০তম সেঞ্চুরির সঙ্গে টেস্ট ম্যাচটাও জিতেছে তার দল। ডাবল আনন্দ। কোহলির সঙ্গে দেখা হতেই অজি প্রধানমন্ত্রী হাসি মুখে বললেন, ‘পার্থে ভালো সেঞ্চুরি করেছ।’

অজি প্রধানমন্ত্রীর এমন কথার উত্তরে রসিকতার সুরে কোহলি বলেন, ‘একটু মশলা তো দিতেই হয়।’ কম যাননি অ্যালবানিজও। তিনি পাল্টা বলে উঠেন, ‘ভারত তো, মশলা হবেই।’ তাদের এমন আলাপচারিতা ভাইরাল নেট দুনিয়ায়!

ভারতীয় দলের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যালবানিজ আরেকটু মজা করেন। শনিবারের ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে তার। এই ম্যাচ নিয়ে অজি প্রধানমন্ত্রী বলছিলেন, ‘মানুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশ বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, এই ম্যাচ জিততে অজিদের সমর্থন করব।’

এদিন পার্লামেন্টে বিশেষ বক্তৃতা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস রয়েছে- খেলাধুলো হোক বা বাণিজ্য। আমরা পৃথিবীর এই অংশে সব সময় আসতে পছন্দ করি। ক্রিকেট খেলার পাশাপাশি সংস্কৃতিও শেখার চেষ্টা করি। অবশ্যই অস্ট্রেলিয়া এসে খেলা অন্যতম কঠিন কাজ। এখানকার সমর্থকদের আবেগ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের খুব ভাল লাগে। তাই এখানে এসে খেলা খুব কঠিন।’

কেলাটা কঠিন হলেও বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট জিতে এগিয়ে গেছে ভারত। পরের টেস্ট অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে সেখানে শুরু হবে দিনরাতের গোলাপি বলের টেস্ট।

Related News