সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ কীনা এমন প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে। সরাসরি উত্তর মিলছে না। তবে দিন যতো গড়াচ্ছে এটা অনেকটাই পরিস্কার যে নিজের অজান্তেই জাতীয় দলে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই সাকিব। সামনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওই লড়াইয়ে তিনি থাকবেন কীনা তেমন একটা প্রশ্ন সামনে। যদিও এনিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাফ জানালেন বিষয়টার সঙ্গে জড়িত নন তারা। সাকিবকে নিয়ে গণমাধ্যম কর্মীদের বারবার প্রশ্ন করা হলেও বিব্রত নন ফারুক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব জাতীয় দলে ফিরবেন এমনটা শোনা যাচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনার মৃত্যু হয়েছে। এমন কী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও অনিশ্চয়তার মুখে।
আজ রোববার বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যেখানে ওঠে আসে সাকিব প্রসঙ্গও। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা কতোটুকু এনিয়ে ফারুক বললেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার। একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’
বিপিএলে সাকিব না থাকলে এই টুর্নামেন্ট কিছুটা আকর্ষণ হারাবে কীনা এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলছিলেন, ‘সাকিবের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’
তার মানে সরকারের সবুজ সঙ্কেত পেলেই হয়তো জাতীয় দলে খেলার ছাড়পত্র মিলবে সাকিবের। সেটা না হলে সাবেকদের তালিকাতেই চলে যেতে হবে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের।