বিগব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিশাদ হোসেন

রিশাদ হোসেন

একেই বলে স্বপ্নভঙ্গ! মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বিগব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের। কিন্তু বিগব্যাশে দেখা যাবে না তাকে।

ইনজুরির কারণে নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্যই বিগব্যাশ ছাড়তে হলো রিশাদকে। রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বিগ ব্যাশের এই ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে তাদের দলে নেই রিশাদ হোসেন। তার বিকল্প হিসেবে দলটি নিয়েছে আফগান বাঁহাতি স্পিনার ওয়াকারকে।

সন্দেহ নেই দুটো লিগ এক সঙ্গে হওয়া বিপাকে পড়লেন রিশাদ। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে চলতি মৌসুমে মাঠ মাতানোর কথা ছিল। কিন্তু একই সময়ে বিপিএল হওয়ায় দেশের টুর্নামেন্টকেই বেছে নিলেন রিশাদ।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়েও ব্যস্ততা আছে। এরমধ্যে ১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন। কিন্তু ৩০ ডিসেম্বর থেকে শুরু বিপিএল। তাইতো অন্য কিছু না ভেবে বিপিএলে চোখ রেখেছেন রিশাদ!