মাসকটের নাম যে কারণে ‘ডানা ৩৬’

বিবিধ, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-01 22:04:45

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ রোববার ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অফিসিয়াল মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবারের বিপিএলে গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে মাসকটের নাম রাখা হয়েছে ‘ডানা ৩৬।’ এটি একটি ডানা প্রসারিত করা সাদা পায়রা।

‘ডানা ৩৬’ এর গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে “ডানা” শব্দটি "পাখা" অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। “ডানা ৩৬” মাসকটটি - ডানা বা পাখা প্রসারিত করা একটি "সাদা পায়রা," যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়।

ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।

ডিসেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে মতো মাসকট ব্যবহারের পাশাপাশি থিম সংও তৈরি করা হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে মূল ভাবনায় রেখে বিপিএল আরও বেশি জনসম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে। খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে থেকে এসেছে এমন পরিকল্পনা।

আজ ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন এবং রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শোককে শক্তিতে রূপান্তর করার জন্য “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫; যা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ০৮ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সব সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন খেলাধুলার ক্ষেত্রে আমরা সকলে একত্র হয়ে যাই।’

Related News