আয়ারল্যান্ড, অতি সহজ প্রতিপক্ষ! সিরিজ শেষে বাংলাদেশ নারী দল এখন এটা দাবি করতেই পারে। তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে সহজভাবে ৩-০ ব্যবধানে।
তিন ম্যাচের কোনো সময় মনে হয়নি ম্যাচ জিততে বাংলাদেশ নারী দলকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে। অথবা আয়ারল্যান্ড ম্যাচে নাটকীয় কিছু ঘটিয়ে দিতে পারে। পুরো সিরিজেই ব্যাটে-বলে দাপুটে পারফরমেন্স দেখিয়ে জিতেছে বাংলাদেশ নারী দল। সিরিজ শুরুর আগে টপ ফেভারিট ছিল বাংলাদেশ। তিন ম্যাচে সেই প্রমাণ রেখেই সিরিজ শেষ করলো অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।
মিরপুরে সিরিজের শেষ ম্যাচে সোমবার আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৮৫ রানে থেমে যায়। গ্যাবি লুইস ৭৯ বলে করেন দলের হয়ে ৫২ রানের হাফসেঞ্চুরি। ওরকা প্রিন্ডারগাস্টের ব্যাট থেকে আসে ২৭ রান। তবে এই রান করতে তিনি খেলেছেন ৪৫ বল। অ্যামি হান্টার ৪০ বলে করেন ২৩ রান। মুলত দলের সংগ্রহ দুশোর কাছাকাছি পৌছাল এই ত্রয়ীর ব্যাটিংয়ের কল্যানে। বাংলাদেশের স্পিনারদের গোটা ম্যাচ জুড়ে সামাল দিতেই পারেনি আয়ারল্যান্ড। ফাহিমা খাতুন ৪৩ রানে ৩ উইকেট নেন। সুলতানা খাতুন ও নাহিদা আক্তার পান দুটি করে উইকেট।
জেতার জন্য ১৮৪ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ প্রায় অনায়াস কায়দায় ম্যাচ জিতে নেয়। ওপেনার ফারজানা হক এই ম্যাচেও হাফসেঞ্চুরি পান। ৯৯ বলে তার ৬৬ রানের হাফসেঞ্চুরি বাংলাদেশের জয়ের কাজটা সহজ করে দেয়।
গোটা সিরিজে বাংলাদেশের টপ এবং মিডলঅর্ডার ব্যাটাররা ভালো পারফরমেন্স দেখিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৮৫/১০। বাংলাদেশ ১৮৬/৩। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। সিরিজ: বাংলাদেশ ৩, আয়ারল্যান্ড ০।