আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ‘হুইলচেয়ারে সহমর্মিতা’ শীর্ষক একটি বিশেষ ক্রিকেট রোমাঞ্চের আয়োজন করে। এই ম্যাচটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বুদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয়। ম্যাচটি ঢাকার ধানমণ্ডি ৪ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।
এই ম্যাচটি ঘিরে ছিলে তারার মেলা! বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দূলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক খেলোয়াড় শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, সালমা খাতুন, হান্নান সরকার ও আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তারা সকলেই হুইলচেয়ারে বসে খেলে অন্তর্ভুক্তি এবং দৃঢ়তার চেতনা প্রকাশ করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। স্টেফান লিলার বলেন, ‘কেউ পেছনে পড়ে থাকবে না- এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করি, উন্নয়ন ও সংকট মোকাবিলায় তাদের সম্পুক্ততা অগ্রাধিকার দিই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এই বিশেষ ইভেন্টটি প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকে মূলধারায় আনতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ইউএনডিপিকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেয়ার জন্য। মাঠে ছইলচেয়ার ক্রিকেটারদের দক্ষতা এবং খেলার প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি নিজে ছইলচেয়ারে বসে খেলে দেখেছি। তারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিৎ নিজেদের অবস্থান থেকে তাঁদের সমর্থন করা।’
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, আ্যানা পিটারসন- ফার্স্ট সেক্রেটারি (পলিটিকাল) অস্ট্রেলিয়ান হাই কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আ্যাকটিং ইনফরমেশন অফিসার আশা বেহ। তারা সকলেই হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলে এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এই ম্যাচের লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার তুলে ধরা এবং এমন একটি সমাজ গঠন করা যেখানে সক্ষমতাকে উদ্যাপন করা হয় এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়।