রাতে আর্সেনাল-ম্যানইউ মহারণ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

আজ ৪ ডিসেম্বর, বুধবার টেলিভিশনের পর্দায় থাকছে জমজমাট আয়োজন। সরাসরি দেখতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চ। মাঠে নামবে জায়ান্ট দলগুলো। মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। থাকছে লিভারপুল আর ম্যানচেস্টার সিটির ম্যাচও।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিভারপুল। অলরেডদের অর্জন ১৩ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট। আর্সেনাল সমান ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে আছে এরপরই। আজকের লড়াইটা তাইতো গানারদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগের লড়াইটা জমিয়ে তুলতে জয় চাই তাদের।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেড আছে ভয়াবহ চাপে। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি ১৩ ম্যাচ খেলে তুলেছে মাত্র ১৯ পয়েন্ট। টেবিলের নয় নম্বরে আছে জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এমন বড় ম্যাচে জয় জরুরী তাদের জন্য।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিও মাঠে নামছে আজ রাতে। পয়েন্ট পাঁচে থাকা দলটির সামনে নটিংহাম। সিটি এখন অব্দি ১৩ ম্যাচ খেলে তুলেছে ২৩ পয়েন্ট। পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে একচেটিয়া দাপট লিভারপুলেরই। এখন পয়েন্ট ব্যবধানে পরিস্কারভাবেই এগিয়ে এনফিল্ডের ক্লাবটি।

বিজ্ঞাপন

চলুন দেখে নেই কী ছোট পর্দায় আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কারা দেখাচ্ছে-

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল-লিভারপুল
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-নটিংহাম
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল-ম্যান ইউনাইটেড
রাত ২-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১