সিগনাল ইডুনা পার্ককে ইউরোপের অন্যতম কঠিন একটা মাঠ হিসেবে ধরা হয় সব সফরকারী দলগুলোর জন্য। সেই মাঠেই গত রাতে স্বাগতিক বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।
রোমাঞ্চকর সে লড়াইয়ে ৫ গোল হয়েছে, সবকটিই এসেছে দ্বিতীয়ার্ধে। তবে শেষ হাসিটা হেসেছে সফরকারী বার্সেলোনা। আর ৩-২ গোলের এই জয়ের ফলে বার্সা চলে গেছে শেষ ষোলর খুব কাছে।
ম্যাচের শুরু থেকে দুই দল গোলের সুযোগ তৈরি করেছে। তবে প্রথমার্ধে কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
ম্যাচের ডেডলক ভাঙে বিরতির পর। ৫২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বার্সার হয়ে স্কোরলাইন খোলেন। চলতি মৌসুমে এটি তার ১৭তম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ডিফেন্ডার পাউ কুবারসির একটি ফাউলের কারণে ডর্টমুন্ড পেনাল্টি পায়, যা থেকে সফলভাবে গোল করেন শেহরু গিরাসি।
এরপর বদলি হিসেবে মাঠে নামা ফেররান তরেস ৭৫ মিনিটে বার্সাকে আবারও এগিয়ে দেন। যদিও তিন মিনিট পরই গিরাসি তার দ্বিতীয় গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে তরেস তার দ্বিতীয় গোল করে বার্সাকে জয় এনে দেন।
তরেস জোড়া গোল করলেও ম্যাচসেরার পুরস্কার জিততে পারেননি। উইঙ্গার লামিন ইয়ামাল এই পুরস্কার জিতে নিয়েছেন, গোল না পেলেও তিনি পুরো ম্যাচ জুড়ে দারুণ পারফর্ম করেন তিনি।
এই জয়ের পর বার্সেলোনা ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮।