সৌদি আরবেই হবে ২০৩৪ বিশ্বকাপ

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-12 11:19:22

ফিফা নিশ্চিত করেছে যে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। বুধবার ফিফার ২১১টি সদস্য দেশের কংগ্রেসে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সৌদির প্রস্তাব গৃহীত হয়। 

সৌদি ক্রীড়ামন্ত্রী আবদুলআজিজ বিন তুরকি বিন ফয়সাল আল সৌদ এই সিদ্ধান্তকে "গৌরবের দিন" বলে অভিহিত করেছেন। তিনি এক অসাধারণ বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন। 

তবে মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে নির্মাণশ্রমিকদের জীবন ঝুঁকির মুখে পড়বে এবং এটি মানবাধিকারের জন্য ‘বড় বিপদের মুহূর্ত’। 

সৌদির এই আয়োজনকে সমর্থন জানাতে ফিফা বলেছে, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন।’ তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৌদি আরবের অতীত রেকর্ড প্রমাণ করে শ্রমিকদের শোষণ এবং মৃত্যুর ঝুঁকি থাকছে। 

অন্যদিকে, ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে, যা বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করবে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকায়, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে। 

সৌদি আরবের আয়োজনে মানবাধিকার ইস্যু এবং ফিফার গ্রহণযোগ্যতার বিষয়টি আবারও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

Related News