৫ চার, ৪ ছক্কায় প্রত্যাবর্তন রাঙালেন শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-14 15:16:56

নাজমুল হোসেন শান্ত চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেই পারেননি। আফগানিস্তান সিরিজে পাওয়া চোট থেকে সেরে উঠতে প্রায় এক মাস সময় নিয়েছেন তিনি। তবে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। ৫৪ বলে করেছেন ৮১ রান। 

আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন শান্ত। ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকে চোটের কারণে তিনি ছিলেন বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। গত মাস থেকে তিনি ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়।

রাজশাহীর হয়ে এবারের এনসিএলে নাম লেখালেও শান্তর মাঠে নামা হয়নি প্রথম দুই ম্যাচে। বদলি হিসেবে সেখানে ফিল্ডিং করেছেন তিনি, সতীর্থদের পানি দেওয়ার কাজও করেছেন। অবশেষে তৃতীয় ম্যাচে এসে মাঠে নামলেন তিনি। 

আজ রাজশাহীর বিপক্ষে শুরুটা বেশ দেখে শুনে করেছেন তিনি। তবে সময় যত গড়িয়েছে, শান্ত ততটাই আগ্রাসী হয়েছেন বোলারদের ওপর। ইনিংস শেষ করেছেন ৫টি চার আর ৪টি ছক্কা নিয়ে।

এছাড়াও হাবিবুর রহমান সোহানের ৩৩ বলে ৪৭ ও সাব্বির হোসেনের ১১ বলে ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহী তোলে ৫ উইকেটে ১৮৪ রান।

Related News