উইন্ডিজকে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাসটা ছিল দলের মাঝে, বললেন লিটন

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-20 11:00:11

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয়! বাংলাদেশ ২০২৪ সালের শেষটা এ অর্জন দিয়েই করল। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন এই সিরিজ জয়ের রহস্য।

টেস্ট সিরিজে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এরপর অবশ্য ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দল। তবে লিটন মনে করেন যে যে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে দল ভালো খেলেছে। সে কারণে আত্মবিশ্বাসটা ছিল দলের ওপর।

তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, আমরা টেস্ট ক্রিকেট ও ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত, আমরা ম্যাচগুলো জিততে পারিনি, তবে ভালো ক্রিকেট খেলেছি। তাই আমাদের সব সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস ছিল।’

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তাকে ঘোষণা করে বিসিবি। অধিনায়ক হিসেবে তিনি তার কাজটা দারুণভাবে পালন করেছেন। তবে লিটন মাঠের বাইরেও দারুণ কাজ করেছেন। সেটা বেরিয়ে এল তার কথা থেকেই।

তিনি বলেন, ‘আমি সবসময় ছেলেদের বলি, কোনো চাপ নিও না, মাঠে আসো এবং খেলাটা উপভোগ করো। কারণ আমরা জানি, আমাদের একটি ভালো বোলিং আক্রমণ এবং ব্যাটিং লাইনআপ আছে। আমরা জানি, যদি আমরা ভালো রান করতে পারি, তাহলে যেকোনো ধরনের টার্গেট ডিফেন্ড করতে পারি।’

দলের এই সাফল্যে কোচ ফিল সিমন্সসহ অন্য স্টাফদের অবদানও মনে করিয়ে দেন লিটন, ‘আমি বলতে চাই যে (ফিল সিমন্স) কখনো আমাদের ওপর চাপ দেয়নি। আমরা একেবারে মুক্তভাবে ক্রিকেট খেলতে পারি। আমি আমাদের সিদ্ধান্ত এবং অন্যান্য বিষয় ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নয়, সব কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই দারুণ কাজ করেছে। তারা আমাদের অনেক সাহায্য করেছে এবং সব সময় সমর্থন দিয়েছে।’

প্রথম দুই ম্যাচে পুঁজি খুব বড় ছিল না। তবে বোলারদের কল্যাণে তা ভালোভাবেই ডিফেন্ড করেছে বাংলাদেশ। বোলারদের প্রশংসায় লিটন বলেন, ‘বোলিং আক্রমণ অবশ্যই সেরা ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা দিন দিন উন্নতি করছি। যদি আপনি প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দেখেন, এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তবে আমাদের বোলাররা যেভাবে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে তা অসাধারণ, কারণ ওদের (ওয়েস্ট ইন্ডিজ) বর্তমান ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী এবং ওদের পাওয়ার হিটার রয়েছে। আমরা ১৮০ রান ডিফেন্ড করেছি এবং ওদের ১০৯ রানে হারিয়েছি। এটি আমাদের বোলিং দলের জন্য বড় অর্জন।’

এমন পারফর্ম্যান্সটা ২০২৫ সালেও ধরে রাখার লক্ষ্য জানালেন লিটন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা সিরিজে খুব ভালো খেলেছি। যখনই আবার খেলতে হবে, আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’

Related News