আবাহনী অবশেষে হারাল বসুন্ধরাকে
প্রিমিয়ার লিগে বসুন্ধরা-আবাহনীর লড়াই মানেই যেন ছিল বসুন্ধরার জয়জয়কার। প্রিমিয়ার লিগের বাইরে আবাহনীর সবশেষ বসুন্ধরা-বধের কীর্তিটাও ৩ বছর আগের। সে বসুন্ধরাকেই আজ ১-০ গোলে হারিয়ে দিয়েছে আবাহনী।
জয়সূচক গোলটা কোচ মারুফুল হকের দল পেয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই। শাহরিয়ার ইমনের ক্রস থেকে সুমন রেজার হেডার গিয়ে আছড়ে পড়ে বসুন্ধরার জালে। সেই গোল আর শোধ করা হয়নি বর্তমান লিগ চ্যাম্পিয়নদের।
চেষ্টার কমতি অবশ্য রাখেনি কোচ ভ্যালেরি তিতের দল। তবে তা আবাহনী রুখে দিয়েছে ভালোভাবেই। মাচের ৫৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল দলটা। তবে মিগেল দামাসেনোর সে পেনাল্টিটা বাম পাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ম্যাচসেরা মিতুল মারমা। এর আগে পরে তার করা আরও বেশ কিছু সেভ আবাহনীর লিডটা ধরে রাখে। আর তাতেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে বসুন্ধরাকে হারানোর স্বাদ পায় আবাহনী।
প্রিমিয়ার লিগে ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার একবারও আবাহনী জয়ের হাসি হাসতে পারেনি। ৮টি ম্যাচে বসুন্ধরা জিতেছে, ২ ম্যাচ হয়েছে ড্র। আর সব মিলিয়ে ২০২১ সালের ফেডারেশন কাপের ফাইনালে ৩-০ ব্যবধানে জিতেছিল আবাহনী। তারপর এবারই প্রথম বসুন্ধরাকে হারাতে পারল দলটা।