মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে জসপ্রীত বুমরাহের বিধ্বংসী বোলিং ম্যাচে রোমাঞ্চ তৈরি করলেও মার্নাস লাবুশেন ও প্যাট কামিন্সের গুরুত্বপূর্ণ ইনিংস এবং নাথান লায়ন ও স্কট বোল্যান্ডের শেষ উইকেট জুটিতে অস্ট্রেলিয়া ভারতের নাগালের আরও দূরে চলে গেছে। দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৩৩৩ রান, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
দিনের শেষ ভাগে লায়ন ও বোল্যান্ডের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি ভারতকে হতাশ করেছে। দিনের শেষ ওভারে বুমরাহের বলে লায়ন ক্যাচ আউট হলেও নো বলের কারণে বেঁচে যান। শেষ পর্যন্ত লায়ন ১৪ রান নিয়ে দিন শেষ করেন, যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
এর আগে ভারতের দুর্দান্ত নতুন বল বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম সেশনেই চাপে পড়ে। বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের সিম মুভমেন্টে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভুগতে থাকেন। বুমরাহ ২০০তম টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন, মাত্র তিন ওভারে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ভেঙে দেন।
অস্ট্রেলিয়ার লিড যখন ১৮৫, তখন ৪৬ রানে থাকা লাবুশেনের যশস্বী জয়সওয়ালের ক্যাচ মিস ভারতকে হতাশ করে। তিনি দিনের শুরুতেই উসমান খাজার ক্যাচ ছাড়েন এবং পরে কামিন্সকেও ‘জীবন’ দেন। লাবুশেন ও কামিন্সের ৫৭ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার জন্য বড় হয়ে ওঠে দিনের শেষে।
অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সংগ্রামে ভারতের লক্ষ্য এখন ইতিহাসের মুখোমুখি। এমসিজিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ৩৩২, যা ইংল্যান্ড করেছিল ১৯২৮ সালে।