মাঠ থেকেই হাসপাতালে পাকিস্তানি ওপেনার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কেপটাউনে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়লেন পাকিস্তানি ওপেনার সায়েম আইয়ুব। গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই ওপেনার। ইনজুরির পরিমাণ জানা না গেলেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আইয়ুব মাঠে পায়ের উপর ভর দিতে পারছিলেন না এবং ইনজুরির পর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

ঘটনাটি ঘটে ইনিংসের ৭ম ওভারে। রায়ান রিকেলটনের স্লিপে মারা বল ধরতে বলের পিছনে ছোটেন আইয়ুব। তখন ভারসাম্য হারিয়ে গোড়ালিতে আঘাত পেয়ে তখনই মাঠেই শুয়ে পরেন তিনি ।

বিজ্ঞাপন

সীমানার বাইরে দীর্ঘ চিকিৎসার পর, তাকে স্ট্রেচারে তুলে বাইরে নেওয়া হয় যা এই সিরিজে পাকিস্তানের জন্য বড় একটা ধাক্কার পূর্বাভাস দেয়। পাকিস্তানের জন্য ধাক্কাটা আরও বড় হতে পারতো যখন আইয়ুবের বদলি নামা আব্দুল্লাহ শফিক এডেন মার্করামের সহজ ক্যাচ ফেলে দেয়। যদিও মার্করাম ২ ওভার পরেই আউট হয়ে যান। তবে মার্করামের আউট যে আইয়ুবেব ইনজুরির ক্ষত ভোলাতে পারেনি পাকিস্তানকে ,তা তাদের উদযাপন দেখলেই বোঝা যায়।

দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ জয়ে গুরুত্মপূর্ণ ভূমিকা করেন আইয়ুব। ২ সেঞ্চুরি করে হন সিরিজ সেরা। ফেব্রুয়ারিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ুবকে অবশ্যই পেতে চাইবে পাকিস্তান দল।

বিজ্ঞাপন