চট্ট. আবাহনীকে আবারও উড়িয়ে দিল মোহামেডান

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-04 17:09:29

চলতি মৌসুমে মোহামেডানের জয়রথ চলছেই। এই জয়রথে চট্টগ্রাম আবাহনী পিষ্ট হয়েছিল এক বার। সেটা দিনকয়েক আগে ফেডারেশন কাপে। এবার লিগেও একই পরিণতি হলো দলটার। মোহামেডান আজ ৫-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই অবশ্য লড়েছে সমানে সমানে। দুই দলের সামনেই সুযোগ এসেছে। তবে কেউই কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে মোহামেডান রীতিমতো স্টিম রোলার চালিয়েছে চট্টগ্রাম আবাহনীর ওপর। মোজাফফর মোজাফফরভের কর্নার থেকে গোল করেন ডিফেন্ডার মুনজির কুলিদিয়াতি। এরপরের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কোচ আলফাজ আহমেদের দলকে। ৫৪ মিনিটে ইম্যানুয়েল সানডে গোল করেন আরিফ হোসেনের অ্যাসিস্ট থেকে।
৬৩ মিনিটে গোলের খাতায় নাম লেখান সৌরভ দেওয়ান। আর্নেস্ট বোয়াটেংয়ের শট বারপোস্টে লেগে ফেরত আসে, দারুণভাবে বল আয়ত্বে নিয়ে ফিরতি শটে গোল করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড।
৮৫ মিনিটে দুর্দশা আরও বাড়ে চট্টগ্রাম আবাহনীর। সানডের নিচু ক্রসে পা ছুঁইয়ে নিজেদের জালে বল জড়ান চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার সেলিম রেজা। ৯০ মিনিটে আরিফের ক্রস আবাহনী ডিফেন্ডারের পায়ে গেলেও তা আয়ত্বে রাখতে পারেননি, শেষমেশ বলটা যায় সৌরভের পায়ে, ফাঁকা জালে গোল করেন তিনি।
অন্তিম সময়ে পেনাল্টি পায় চট্ট. আবাহনী। স্পটকিক থেকে ব্যবধান কমান ইমতিয়াজ সুলতান জিতু। ফলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এই জয়ের ফলে মোহামেডান লিগের শীর্ষে আরও জাঁকিয়ে বসল। ৬ ম্যাচ শেষে তাদের অর্জন ১৮ পয়েন্ট। দুইয়ে থাকা রহমতগঞ্জ সমান ম্যাচে অর্জন করেছে ১৫ পয়েন্ট। তিনে থাকা আবাহনীর পয়েন্ট ১৩, ১০ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস আছে পাঁচে। এক পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরে আছে ব্রাদার্স ইউনিয়ন।

Related News