রিশাদদের সামনে সিলেট অলআউট ১২৫ রানে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগের দিন ২০০ পেরোনো স্কোর করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে তার ঠিক পরদিনই দলটা করল একেবারে খাপছাড়া ব্যাটিং। রিশাদ হোসেনদের সামনে আজ হাত খুলতেই পারেনি এক মৌসুম ২০২৩ আসরের ফাইনালিস্টরা। অলআউট হয়েছে ১২৫ রান তুলেই।

সিলেট ইনিংস এভাবে ধসে যাওয়ার কারণ জাহানদাদ খান। পাওয়ারপ্লেতে রনি তালুকদার (০) আর রাহকিম কর্নওয়ালের (১৮) দুই উইকেট খোয়ালেও সিলেট বড় রানের দিকে ছুটছিল জর্জ মানসি আর জাকির হাসানের ব্যাটে চড়ে। তবে ইনিংসের নবম ওভারে মানসি (২৮) আর অ্যারন জোন্সকে (০) ফিরিয়ে ধসটা শুরু করেন পাক এই পেসার। 

বিজ্ঞাপন

এরপরের কাজটা করেছেন রিশাদ হোসেন। তিনি তার চার ওভারে রান দিয়েছেন মোটে ১৫, উইকেট তুলে নিয়েছেন থিতু ব্যাটার জাকির হাসানসহ তিন জনের। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েই আর বড় রানের দিশা পায়নি সিলেট। 

এক পর্যায়ে সিলেটের ১০০ রান নিয়েই শঙ্কা জেগেছিল। ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে ১২৫ রান পর্যন্ত নিয়ে যান আরিফুল ইসলাম। যা আবার ইনিংস সর্বোচ্চ রানও। 

বিজ্ঞাপন

বরিশালের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন রিশাদ। জাহানদাদ তার ৪ ওভারে দিয়েছেন ১৮ রান, নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ ২, শাহিন শাহ আফ্রিদিরা নিয়েছেন একটি করে উইকেট।