আফগান দলের সঙ্গে ভিন্ন ভূমিকায় ইউনিস খান
পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান এবার যুক্ত হচ্ছেন আফগানিস্তান দলের সঙ্গে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে আফগান জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০২২ সালে আফগানিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছিলেন ইউনিস। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
এসিবির মুখপাত্র সায়েদ নাসিম সাদাত গণমাধ্যমে বলেন, ‘এসিবি সাবেক অভিজ্ঞ পাকিস্তানি টপ অর্ডার খেলোয়াড় ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি পাকিস্তানে ইভেন্ট শুরু হওয়ার আগে দলের সাথে যোগ দেবেন।’
ক্যারিয়ারে ১১৮টি টেস্ট ম্যাচে ১০,০৯৯ রান সংগ্রহ করেছেন ইউনিস, যার মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রান। তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্ব এক নাম্বার ব্যাটসম্যানও হয়েছিলেন। এছাড়াও ২০০৯ সালে পাকিস্তানকে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন ইউনিস।
খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর ইউনিস কোচিং ক্যারিয়ারে ফোকাস করেন। যেখানে তিনি পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করেন। পেশাওয়ার জালমির সাথে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করেছিলেন। সদ্য সমাপ্ত আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন ইউনিস খান।