নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৩ চমক

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-12 16:32:31

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে আছে বেশ কিছু চমক। কখনো আইসিসি ইভেন্টে না খেলা বেন সিয়ার্স, উইল ও'রোর্ক আর নাথান স্মিথরা জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। এদের মধ্যে বেন সিয়ার্সের এখনও ওয়ানডেতে অভিষেকই হয়নি। 

পেসার ও'রোর্ক এবং স্মিথের ৫০-ওভারের অভিজ্ঞতা তেমন না থাকলেও দলের কাছে ম্যাট হেনরি এবং লকি ফার্গুসনের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে দলের স্পিন শিবিরে যোগ দিয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

যেখানে আরো আছেন গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনার, যিনি প্রথমবারের মতো ব্ল্যাক ক্যাপস দলের অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ব্যাটিংয়ের ক্ষেত্রেও বেশ শক্ত অবস্থানে আছে কিউইরা, কারণ কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে আছেন স্কোয়াডে। পেসার জ্যাকব ডাফি আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

স্কোয়াড় নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্ট্যাড জানান, ‘আমরা সেই স্কোয়াডটি বেছে নিয়েছি যা পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ভাল পারফর্ম করার জন্য, যা আমাদের সেরা বিকল্পগুলো দেবে। আমরা সৌভাগ্যবান যে, দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়দের কাছে আন্তর্জাতিক এবং টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে, যা আমাদের কাজে আসবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড স্বাগতিক পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ গ্রুপে রয়েছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে টিম ব্ল্যাক ক্যাপস।

নিউজিল্যান্ড দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, উইল ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

Related News