শামি ৪৩১ দিন পর ফিরবেন ভারতের জার্সিতে
টানা ৪৩১ দিন পরে চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে ভারতীয় জাতীয় দলে ফিরছেন পেসার মোহাম্মদ শামি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামি ফেরায় স্বস্তি ফিরেছে ভারতের শিবিরে।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন শামি। তার পর প্রায় এক বছর চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত অক্টোবরে গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফিসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তার। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না শামি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় জায়গা হয়নি বর্ডার-গাভাস্কার ট্রফিতে।
তবে শামির অগ্রগতিতে সার্বক্ষণিক নজর রাখছিলেন এনসিএর মেডিক্যাল টিমের সদস্যরা। বাংলা দলের সঙ্গে শামির জন্য ছিলেন এনসিএর প্রতিনিধিরাও। তাদের নির্দেশ মতোই মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন শামি। আর ধারবাহিকতা বজায় রাখায় এনসিওর ছাড়পত্রও মিললো।
বিসিসিআই কর্মকর্তারা এবং জাতীয় দলের নির্বাচকেরা তাড়াহুড়ো না করে শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে শামি এনসিএর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন কোচ অজিত আগারকার। তাই ইংল্যান্ড সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে।
২২ জানুয়ারি ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। সেখানেই নীল জার্সিতে ফের দেখা যাবে শামিকে।