সুপার কাপে সেই সব এল ক্লাসিকো
বছরের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল রোববার রাতে সৌদি আরবে মুখোমুখি হতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল বলেই উত্তেজনা ছাড়িয়েছে কয়েক গুন।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এর আগেও ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই জায়ান্ট ক্লাব। যার মাঝে ৬ বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর ৩ বার বার্সেলোনা। এবার কারা জিতবে সে হিসাব আপাতত তোলা থাক সোমবারের জন্য।
তার আগে দেখে নেওয়া যাক সুপার কাপের সেরা চার এল ক্লাসিকোগুলো–
১৯৮৮-রিয়াল মাদ্রিদ ৩-২ বার্সেলোনা
১৯৮৮ এ স্প্যানিশ সুপার কাপ ফাইনাল খেলা হতো দুই লেগে। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ তে জয় পায় মাদ্রিদ। দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে ২-১ এ জিতলেও সামগ্রিক লড়াইয়ে ৩-২ এ ম্যাচ জিতে নেয় মাদ্রিদ।
২০২৩-রিয়াল মাদ্রিদ ১-৩ বার্সেলোনা
রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২৩ এর স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৩-১ এ জয় পায় বার্সা। ৩৩ মিনিটে পাভলো গাভির গোলে এগিয়ে যাওয়ার পর লেভানডফস্কি ও পেড্রির গোলে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। অতিরিক্ত সময়ে করিম বেঞ্জেমার গোল কেবলমাত্র ব্যবধানই কমিয়েছে।
২০১১- বার্সেলোনা ৫-৪ রিয়াল মাদ্রিদ
২০১১তে দুই লেগে খেলা হয়েছিল সুপার কাপ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৫-৪ ব্যবধানে মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। বার্নাব্যুতে ২-২ এ ড্র করায় ফাইনাল জেতার দৌড়ে এক ধাপ এগিয়ে গিয়েছিল বার্সা। তিনদিন পর ক্যাম্প ন্যুতেও ৮৮ মিনিট পর্যন্ত দুই দলের স্কোর ছিল ২-২। তবে মাদ্রিদের স্বপ্ন ভঙ্গ করেন লিওনেল মেসি। ম্যাচের ৮৮ মিনিটে তার গোলে সেবার কাপ ঘরে তোলে বার্সা।
১৯৯৭-রিয়াল মাদ্রিদ ৫-৩ বার্সা
প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ২-১ এ হারার পর অনেকটা পিছিয়েই পড়েছিল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে ৪-১ এর বিশাল ব্যবধানে জয় পায় মাদ্রিদ।আর তাতেই শিরোপা নিশ্চিত হয় তাদের।
এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার স্প্যানিশ সুপার কাপ ফাইনাল জিতেছে বার্সেলোনা। মাত্র একটি কম জিতে তার ঠিক পরেই আছে মাদ্রিদ। মাদ্রিদ কি পারবে শিরোপা জেতায় সমতা আনতে নাকি আরও এক ধাপ এগিয়ে যাবে বার্সেলোনা? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৩ তারিখ।