ঢাকার পর খুলনাকেও হারাল সিলেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-12 17:21:27

শুরুর তিন ম্যাচে টানা হার দিয়ে বিপিএল শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে সবশেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে দলটি। পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে এখন তাদের পয়েন্ট চার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স শুরুটা ধীরস্থিরভাবেই করেছিল। তবে চতুর্থ ওভারে নাহিদুল ইসলামের বলে মোহাম্মদ নাঈম বোল্ড হলে খুলনার ধস শুরু হয়। এরপর তানজিম হাসানের বলে মাত্র ২ রানে ইমরুল কায়েস ফেরেন। ওপেনার উইলিয়াম বোসিস্টো একপ্রান্ত আগলে রাখলেও সঙ্গীরা তাকে খুব একটা সাপোর্ট দিতে পারেননি। রাসুলি ও মিরাজের ছোট ছোট ইনিংসের পর বোসিস্টোও ৪৩ রানে রিস টপলির শিকার হন। শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ১৮ বলে ৩৩ রানের ইনিংস খুলনাকে লড়াইয়ে রাখলেও দলটি ১৭৪ রানে থেমে যায়।

এর আগে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই ওপেনার কর্নওয়াল (৪) ও জর্জ মুনসেকে (২) হারায়। এরপর দলের দায়িত্ব নেন রনি তালুকদার ও জাকির হাসান। দুজনের ১০৬ রানের জুটিতে দল ঘুরে দাঁড়ায়। ৪৪ বলে ৫৬ রান করে রনি আউট হলেও জাকির অবিচল থেকে ৪৬ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৩টি চার। মাঝখানে অ্যারন জোন্সের ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসও সিলেটকে বড় স্কোরে সাহায্য করে।

সিলেটের হয়ে তানজিম সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়া দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৮ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সিলেট স্ট্রাইকার্স।

Related News