চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে শিরোপার দিকে দুর্দান্ত গতিতে ছুটে যাচ্ছে টেবিল টপার দলটি। তবে দলের এ জয়যাত্রায় থাকতে না পারার আফসোসে পুড়ছেন চোটে পড়া সৌম্য সরকার।
বিপিএলে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর আর বাকি আছে মাত্র চারটি ম্যাচ। এরপর ঢাকায় ফিরবে বিপিএল, এরই মাঝে এবারের বিপিএল নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন রংপুর রাইডর্সের খেলোয়াড় সৌম্য সরকার।
সৌম্যর মতে, ‘ইনজুরির সময়টা একটা কঠিন সময় ছিল। তবে সবথেকে কষ্টের সময় ছিল যে বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।’
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান সৌম্য, তাতেই হাতছাড়া হয়ে যায় বিপিএলে মাঠ মাতানোর সুযোগ। অবশ্য চোট কাটাতে মরিয়া হয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি। তবে নিজের চোটতে কিছুটা সময় দিয়ে ফিরতে চান বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। নিজের উন্নতি নিয়ে চেষ্টার সবটুকু দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। উন্নতির তো শেষ নেই আসলে আরো অনেক উন্নতি আছে।’