সাকিবের রেকর্ড ভাঙতে তাসকিনের চাই ৪ উইকেট

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল হিসেবে সুবিধা করতে পারছে না দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের ৫ম অবস্থানে আছে তাসকিন আহমেদের দল। তবে দল নিজের সেরাটা দিতে না পারলেও এবারের আসরে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাড়িয়ে আছেন দলপতি তাসকিন। তাতে ভাগ্য সহায় হলে ভাঙ্গতে পারেন সাকিব আল হাসানের রেকর্ডও।

এবারের বিপিএলের মাঝপথে পারিশ্রমিক বিড়ম্বনায় অনুশীলন স্থগিতের ঘটনাও ঘটেছে। তবে সবকিছুতে ছাপিয়ে আলোচনায় এখন তাসিকিন। বিপিএলে নিজেদের ৯ ম্যাচে তুলে নিয়েছেন ২০ উইকেট। লিগ পর্বে হাতে তিন ম্যাচ বাকি থাকায় সেখানে তাকে হাতছানি দিচ্ছে সাকিবের ২৪ উইকেট শিকারের রেকর্ড। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমে এ রেকর্ড গড়েন সাকিব।

বিজ্ঞাপন

এবারে তাসকিনের পর ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইগার্সের আবু হায়দার। আর ৬ ম্যাচে ১২ উইকেট তুলে নিয়ে তৃতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের আকিফ জাভেদ। অবশ্য এর আগেও বিপিএলে এক আসরে সবোর্চ্চ ২২ উইকেট নিয়েছিলেন তাসকিন।

২০১৮-১৯ মৌসুমে তাসকিনের সঙ্গে আরো দুই টাইগার বোলার ২২ উইকেট নিয়েছিলেন। যেখানে আছেন মাশরাফি বিন মতূর্জা ও রুবেল হোসেন। আর বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নেওয়ার কুতিত্ব আছে দুজনের। ২০১৫-১৬ মৌসুমে আবু হায়দার আর ২০১৬-১৭ মৌসুমে ডোয়াইন ব্রাভো।

বিজ্ঞাপন

আর্ন্তজাতিক স্বীকৃত টি-টোয়েন্টিতে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৩ উইকেট নেওয়ার রেকর্ডও আছে। সেই রেকর্ড দুজনের। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে আলফনসো টমাস ও ২০২৪ সালে ইংল্যান্ডেরই ভাইটালিটি ব্লাস্টে ডেভিড পেইন নেন ৩৩টি করে উইকেট।