বিপিএলের প্লে-অফে এক পা বরিশালের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-22 22:33:37

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল ) দিনের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে বিপিএলের প্লে-অফে এক পা দিয়ে রাখল ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল ৮ ম্যাচে খেলে ৬ জয়ে তুলেছে ১২ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে এরপরই আছে চট্টগ্রাম কিংস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট খুলনার।

রাতের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানে আটকে যায় খুলনা টাইগার্স।

জহুর আহমেদ স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসানের জড়ো বোালিংয়ে দুমড়ে যায় ফরচুন বরিশালের টপ অর্ডার। রানের খাতা খুলতেই আউট হয়ে যান তামিম ইকবাল। পরের বলে সাঝঘরে ফেরেন ডাবিড মালান। এরপরে মুশফিকুর রহিম নেমে কিছুটা ধীরে সুস্থে খেলতে চেয়েছিলেন তবে শেষপর্যন্ত ৩ ওভারের মাঝামাঝিতে মাত্র ৪ বল খেলে সাঝঘরে ফেরেন তিনি। মিরাজ জড়ে বিপর্যস্ত হওয়া বরিশালের শিবির দেখে মনে হচ্ছিলো রানের ঘর ১০০ পেরোবে না।

 

কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। মুশফিক ফিরলে মাঠে নেমে দলের রানের খাতাটা এগিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাতে মাহমুদুল্লাহ আর তাওহিদ হৃদয়ের ব্যালেন্স পারফর্মেন্সে দলীয় সংগ্রহ গড়ে উঠতে শুরু করে। তবে ৬৩ রানের মাথায় আবারো হানা দেয় মিরাজের জড়ো বোলিং। তাতে ১০ ওভারের শেষদিকে গিয়ে নাসুম আহমেদের হাতে তালুবন্ধি হয়ে সাজেঘরে ফেরেন ৩০ বলে ৩৬ রান করা তাওহিদ হৃদয়। এরপরে মাঠে নামেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

তবে তিনিও ফেরেন রানের খাতা খোলার পরপরই। ১২ ওভারের মাঝামাঝিতে নবীর পথে হাঁটেন ফাহিম আশরাফও। এরপরে মাঠে এসে একটিুর স্থির হয়ে খেলেন রিশাদ হোসেন। তিনি দলের রানের হাল ধরলেও ভাগ্য যেনো সহায় হচ্ছিলো না বরিশালের। ১৭ ওভারে জিয়াউর রহমানের বলে সাজঘরে ফেরেন ৪৫ বলে ফিফটি করা মাহমুদুল্লাহ। শেষপর্যন্ত দলের রানের খাতাটা আরো একটু বড় করার চেষ্টা করলেও ১৯ ওভারের শেষে মাঠ থেকে বিদায় নেন ১৯ বলে ৩৯ রানের জড়ো ইনংস খেলা রিশাদ। তাতে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে তামিম ইকবালের বরিশাল।

জবাবে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে ১ উইকেট হারায় খুলনা টাইগার্স। পাকিস্তানি বোলার জাহানদাদ খানের বলে তামিম ইকবালের তালুবন্ধি হন ইমরুল কায়েস। দলীয় সংগ্রহ বাড়াতে থাকা মোহাম্দ নায়েম ও মেহেদী হাসান মিরাজ ধীরেই আগাচ্ছিলেন লক্ষের দিকে। তবে ১০ ওভারের শুরেুতে মোহাম্মদ নবীর বলে মিরাজ(৩৩) সাজেঘরে ফিরলে রানের চাকা কিছুটা স্লথ হয়ে যায় খুলনার। মিরাজ ফিরলে মাঠে নামা অ্যালেক্স রোজ ও ক্রিজে বেশীক্ষণ থিতু হতে পারেন নি। ৮ বলে ৪ রান করে বিদায় নেন তিনি। তবে দলের সংগ্রহ বাড়াতে মরিয়া হয়ে ছুটে যাচ্ছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম। তবে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙ্গর করতে পারলেন না, ৫৯ বলে ৭৭ রান করে বিদায় নেন তিনি । বরিশালের হয়ে ১টি উইকেট নেন মোহাম্মদ নবী, রিশাদ হোসাইন ও রিপন মন্ডল। আর জাহানদাদ নেন ২ উইকেট।    

 

 

Related News