গ্যালারিতে উচ্ছ্বাসের ঝড়, জহুর আহমেদ স্টেডিয়ামে ক্রিকেটের উৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে এক প্রাণবন্ত ক্রিকেট উৎসব শুরু হয়। প্রথম ম্যাচে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার তুমুল লড়াই শেষে জয়ী হয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও খেলা শেষে সবার চোখ ছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচের দিকে, যা এখনো চলমান।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালসের মাঝে বিপিএলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঢাকা ক্যাপিটালস বেশ উজ্জীবিত হয়ে ম্যাচটি জয়লাভ করেছে। চিটাগং কিংসের বিরুদ্ধে তাদের জয় ছিল বেশ দারুণ। এ জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে রাজধানীর দলটি। 

বিজ্ঞাপন

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের লড়াই শুরু হলে স্টেডিয়ামের গ্যালারিতে উত্তেজনা এক নতুন মাত্রা পায়। খেলার ওপেনিং এ তামিম ইকবালের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ছিলেন অনেকে, তবে তার প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার পর বরিশাল সমর্থকদের মাঝে হতাশার ঝড় বইয়ে যায়।

গ্যালারির এক দর্শক বলেন, তামিমের ব্যাটিং দেখতে এসেছিলাম, কিন্তু এক বলেই তিনি আউট হয়ে গেলেন।

বিজ্ঞাপন


রফিকুল ইসলাম নামে এক দর্শক বলেন, তামিম আউট হওয়ার পর একটু মন খারাপ হলেও, পুরো খেলা এখনও শ্বাসরুদ্ধকর। মাঠে এমন উত্তেজনা দেখে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। 

জহুর আহমেদ স্টেডিয়ামে আজ যেন ক্রিকেটের পূর্ণাঙ্গ উৎসব হয়ে উঠেছে, যেখানে জয়-পরাজয় কিছু নয়, শুধু খেলাধুলার আবেগ, আনন্দ ও উত্তেজনা সবকিছু ছাপিয়ে গেছে।

এদিকে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু পুঁজি পায়। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা টাইগার্স ৩ উইকেট হারিয়ে তোলে ১২৩ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৯ বলে ৪৫ রান। 

এর আগে দুপুরে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে চিটাগং কিংস ১৪৯ রানের টার্গেট দিয়ে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়। চিটাগং কিংস ব্যাটিংয়ে টানা উইকেট হারানোর পর ১৪৯ রানে গুটিয়ে যায়। ঢাকার বোলার মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট নেন, আর মোস্তাফিজুর রহমান ছিলেন মিতব্যয়ী।

জবাবে, ঢাকা ক্যাপিটালস শুরুতে লিটন কুমার দাসের আউট হয়ে যাওয়ার পর তানজিদ তামিম ২৮ বলে ফিফটি ও ৫৪ বলের ৯০ রানে দলের জয় নিশ্চিত করেন। ঢাকাকে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে আসরের তৃতীয় জয় তুলে দেয়।