বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিপুল জনপ্রিয়তা অর্জনকারী ভিডিও সামাজিক সাইট টিকটকের মূল প্রতিষ্ঠান ‘বাইটডান্স’-এর সহপ্রতিষ্ঠাতা চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তালিকা অনুসারে, বাইটডান্সের ঝাং ইমিং বর্তমানে ৪৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের (৩৮ বিলিয়ন ইউরো) মালিক। ২০২৩ সালের তুলনায় তা ৪৩ শতাংশ বেশি।
৪১ বছর বয়েসি ঝাং ইমিং ২০২১ সালে কোম্পানির দায়িত্ব থেকে সরে এসেছিলেন। তবে তিনি বাইটডান্সের প্রায় ২০ শতাংশের শেয়ার হোল্ডার।
চীনের সঙ্গে অনেক দেশের সম্পর্কের টানাপোড়েন থাকলেও বিশ্বজুড়ে টিকটক অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হয়ে উঠেছে।
যদিও সংস্থাটি দাবি করে যে, তারা চীনের সরকার থেকে স্বাধীন। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি নাগাদ কোম্পানিটি যদি বিক্রি করে না দেওয়া হয়, তাহলে তারা সে দেশে টিকটক ব্যবহারের অনুমতি দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চাপ থাকার পরেও বাইটড্যান্সের বৈশ্বিক মুনাফা ২০২৩ সালে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ঝাং ইমিংয়ের ভাগ্যকেও বদলে দিয়েছে।
হুরুন রুপার্ট হুগেওয়ার্ফের প্রধান বলেছেন, ২৬ বছরের মধ্যে ঝ্যাং ইমিং চীনে ১৮তম যিনি ধনীদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ধনীদের তালিকায় মাত্র ৪ জনের নাম রয়েছে। এরা হলেন- বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ইলন মাস্ক।