শিক্ষা ও গবেষণায় বেরোবিকে র‍্যাংকিংয়ে এগিয়ে আনা হবে: উপাচার্য

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উপাচার্য প্রফেসর ড. মো. শাখাওয়াত আলী

উপাচার্য প্রফেসর ড. মো. শাখাওয়াত আলী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, র‍্যাংকিংয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েকে সিঙ্গেল ডিজিটে এগিয়ে নিতে হলে প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম। আগামীতে শিক্ষা ও গবেষণার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে আনা হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (০৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘হাউ স্যালাইনিটি হ্যাজার্ডস আর শেপিং কোস্টাল কমিউনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, সেমিনারের বিষয়বস্তু দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিবছর জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এ অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। যার প্রভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে এই এলাকার মানুষ। নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য এ ধরনের গবেষণা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বেরোবি উপাচার্য।

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রকিব। সেমিনারটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনাই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মো. মাসুদার রহমান।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।