কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍‍্যাংকিংয়ে ৪৫তম ইউসিএসআই ইউনিভার্সিটি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍‍্যাংকিং ২০২৫-এ ৪৫তম স্থান দখল করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি।

বুধবার (৬ নভেম্বর) প্রকাশিত এই র‍‍্যাংকিংয়ে ইউসিএসআই ইউনিভার্সিটি এশিয়ার ২৫টি দেশের ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই গৌরব অর্জন করে। এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। গতবছর প্রকাশিত র‍‍্যাংকিংয়ে এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ছিল যথাক্রমে ৬১তম ও ১৪তম।

বিজ্ঞাপন

ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ড. সিতি হামিসাহ বিনতি তাপসি এক বার্তায় বলেন, এই অবিস্মরণীয় ফল আমাদের সামগ্রিক প্রবৃদ্ধির টানা অষ্টম বছর। এই সাফল্যে অবদান রাখা ইউসিএসআই ইউনিভার্সিটি পরিবারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, সর্বশেষ প্রকাশিত কিউএস বিশ্ব র‍‍্যাংকিংয়ে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ২৬৫তম।

বিজ্ঞাপন

মালয়েশিয়াতে ৩টি ব্রাঞ্চ ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশে ২৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকাতেও বিশ্ববিদ্যালয়টির প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চলমান আছে।