কুবিতে শিক্ষার্থীদের দাবির মুখে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার

  • কুবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ 'অনিবার্য কারণবশত' বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটি। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে লোকপ্রশাসন এবং ফার্মেসী বিভাগের খেলা সাময়িক স্থগিত রেখে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয় শিক্ষার্থীরা। এসময় তারা 'টুর্নামেন্ট বন্ধ কেন? প্রশাসন জবাব চাই, 'হঠকারী সিদ্ধান্ত, মানি না, মানবো না', 'ধিক্কার, ধিক্কার, প্রশাসন ধিক্কার' সহ নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এ লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ওপর 'হামলা' এবং পরবর্তী সময়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কর্তৃক লোকপ্রশাসনের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে অস্থিরতা বিরাজ করছিল। যার ফলে কর্তৃপক্ষ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেন। এতেই উত্তেজিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খুব সুন্দর ভাবেই আয়োজিত এবং পরিচালিত হচ্ছিল কিন্তু গত বৃহস্পতিবারে লোকপ্রশাসন বিভাগ এবং একাউন্টিং বিভাগের খেলা চলাকালীন একটি নিন্দনীয় কাজ করে বসে লোকপ্রশাসন বিভাগ। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্রীড়া পরিচালনা কমিটির কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ার সেটা আরো বড় আকার ধারণ করে। যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় না এনে টুর্নামেন্টে বন্ধের সিদ্ধান্ত ছিলো অযৌক্তিক। প্রশাসনকে ধন্যবাদ জানাই যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে টুর্নামেন্ট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের জায়গায় ঠিক থেকে সত্য কে সত্য এবং মিথ্যা মিথ্যা বলুন, যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনুন। পরবর্তীতে যেনো এমন ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশাকরি। '

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে খেলার আয়োজন করা হয় সৌহার্দ্য, পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির জন্য। কিন্তু এই খেলার মাঝে যারা বিশৃঙ্খলা করে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেন ভবিষ্যতে কোন খেলার মাঝে কেউ ঝামেলা সৃষ্টি করতে না পারে।

আন্দোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রশাসনের সাথে খেলা চালুর বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চলমান ফুটবল টুর্নামেন্টে লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগের খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তবে বাকি বিভাগগুলোর খেলা যথানিয়মে চলবে বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, 'বিশ্ববিদ্যালয়ে চলমান শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট একটি বিশৃঙ্খল পরিবেশকে কেন্দ্র করে প্রশাসন বন্ধ করেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার প্রতি আবেগ দেখে খেলা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যে দুটি ডিপার্টমেন্ট অভিযোগ করেছে এবং অভিযুক্ত তাদের আমাদের সিদ্ধান্ত নেয়া না পর্যন্ত তাদের খেলা আপাতত বন্ধ থাকবে, সিদ্ধান্ত হলে খেলবে এবং সেই খেলা শুক্রবার অথবা শনিবার হবে। বাকি খেলা আগামীকাল থেকে চলবে।'