জাকসু নির্বাচন নিয়ে জাবি প্রশাসনের রোডম্যাপ প্রকাশ

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাকসু

জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের রোডম্যাপে রয়েছে নির্বাচন কমিশন গঠন, খসড়া ভোটার তালিকা প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন ও নির্বাচনী তফসিল ঘোষণা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসু'র রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন, ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা ও ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।এছাড়াও, ২৫ জানুয়ারিতে নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে ও ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গতকাল থেকে জাবির সহ-সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও জড়িতদের বিচার এবং অবিলম্বে জাকসু কার্যকরের ২ দফা দাবিতে আমরণ অনশন করে আসছেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু'র রোডম্যাপ প্রণয়নের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন