দেড়টার মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে যাত্রা

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

তিন দফা দাবি দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে না মানা হলে সচিবালয় অভিমুখে যাত্রার কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অনশনরত শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমরা এখনো কোনো প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। আমাদের অনশন চলমান আছে। যদি ১টা ৩০ এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সাথে মন্ত্রণালয় না বসে তাহলে আমরা অনশন নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবো।

এসময় অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব বলেন, এবার আমরা আর দাবি লিখিতভাবে পূরণ না হলে ফিরবো না। আমরা ঠিক দেড়টায় যাত্রা শুরু করবো।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সকাল থেকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে গণ অনশনে বসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।