অভিজ্ঞতা নয়, সদিচ্ছাই আপনার যোগ্যতা! লিখবেন, তৈরি হবেন!

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সময়ের সাংবাদিকতায় আপনি কতটা যোগ্য? ডিজিটাল যুগে সাংবাদিকতায় পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত! অতি দ্রুততায় সবার আগে সবশেষ খবর পৌঁছে দেওয়াই চ্যালেঞ্জ! তারপরেও শিখতে হয়- ফ্যাক্টচেকিং, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরিসহ আরও কত কি? স্নাতক শেষ করে আপনি যদি হতে চান মাল্টিমিডিয়া জার্নালিস্ট! আমরা সেই সুযোগ করে দিচ্ছি! অভিজ্ঞতা নয়, এখানে আপনার সদিচ্ছাকেই আমরা সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে দেখবো। কাজ করে, ভুল করে করে শিখবেন এবং তৈরি হবেন! কর্মস্থলই হবে আপনার শেখা, জানা ও অভিজ্ঞতা অর্জনের স্থান।

শিখবেন আমাদের সঙ্গে

বিজ্ঞাপন

- ডিজিটাল লিটারেসি

- সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা

বিজ্ঞাপন

- গবেষণা অনুসন্ধান দক্ষতা

- সাক্ষাৎকার নেওয়ার দক্ষতা

- যে কোনো ঘটনার গভীরে যাওয়ার কৌশল

- নীতি নৈতিকতার সচেতনতা

- নতুন নতুন ডিভাইস সফটওয়্যার ব্যবহার

- গল্প বলার কৌশল

- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) জ্ঞান

২০০৪ সাল থেকে ২০ বছর ধরে সংবাদকর্মী তৈরির কারখানা আমাদের। আমাদের তৈরি সংবাদকর্মীরা এখন দেশের প্রধান প্রধান সংবাদমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন। সেই ঐতিহ্য ধরেই নতুন নতুন সংবাদকর্মী তৈরি করতে চাই- সময়ের সাথে তাল মিলিয়ে যারা হয়ে উঠবেন সময়ের সেরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট।

আপনার আগ্রহ, নিষ্ঠা আর একাগ্রতাটুকুই আমাদের প্রয়োজন। মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া ব্যবহার জানা থাকলে ভালো হয়। নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সিভি পাঠাবেন, এই ই-মেইলে: [email protected].